ISP এবং Cable TV বিলিং সফটওয়্যার

মূল্য মাত্র ৮০০০ টাকা

অনলাইন/অফলাইন, ডিস এবং আইএসপি একই সফটওয়্যারে, কাস্টমার ডাটাবেজ, বিলিং, ডেইলি কালেকশন এবং কাস্টমার ডিউ, ডিভাইস ক্রয় এবং স্টক হিসাব, ব্যয়,
কর্মচারি ব্যবস্থাপনা এবং বেতন হিসাব, লাভ/ক্ষতি, কাস্টমার সাপোর্ট, অনলাইন পেমেন্ট,
ব্যাংক হিসাব, ফিডার হিসাব, এসএমএস, ইমেইল

বিডিস্যাট কি?বিডিস্যাট হচ্ছে ISP এবং Cable TV বিজনেসের সকল রকম হিসাব এবং লাভ/ক্ষতি এ্যানালাইসিস সফটওয়্যার। অন্যান্য সফটওয়্যারে যেখানে শুধুমাত্র বিলিং সুবিধা দিয়ে থাকে বিডিস্যাট সেখানে সকল প্রকার হিসাব সংরক্ষণ যেমন কাস্টমার ডাটাবেজ, বিলিং, স্টক, ব্যয়, বেতন হিসাব, ব্যাংক হিসাব ইত্যাদি এবং সেই সাথে লাভ/ক্ষতি হিসাব প্রদান করে থাকে।

এছাড়াও বিডিস্যাটে অন্যান্য অপারেশনাল সুবিধাদি যেমন: কাস্টমারের কাছ থেকে অনলাইনে পেমেন্ট নেয়া(বিকাশ) কাস্টমার সাপোর্ট ম্যানেজমেন্ট, কাস্টমারকে এসএমএস এবং ইমেইল পাঠানো, Mikrotik ইন্টিগ্রেশন ইত্যাদি সুবিধা রয়েছে।

যার কারণে বিডিস্যাট ISP এবং Cable TV বিজনেসের সকল প্রকার হিসাব সংরক্ষণের “One-End-Solution” এবং বিডিস্যাটে একই সফটওয়্যারেই Cable TV এবং ISP উভয় প্রকার বিজনেসের হিসাব ম্যানেজ করতে পারবেন।

ফিচার তালিকা


অনলাইন

সফটওয়্যারটি অনলাইন এবং অফলাইন যে কোন ভাবেই চালানো যায়। অনলাইনে ইন্সটল করলে বিশ্বের যে কোন জায়গা থেকে এটি চালাতে পারবেন, এমনকি বাসায় অথবা গাড়িতে বসেও আপনার ফোন থেকে সফটওয়্যারটি চালাতে পারবেন এবং ব্যবসার পরিস্থিতি তদারকি করতে পারবেন। এছাড়া অফলাইনেও ইন্সটল করে চালাতে পারবেন

মোবাইল ফ্রেন্ডলি

সফটওয়্যারটি যে কোন ডিভাইসে চালানো যায়। মোবাইল, ট্যাব, কম্পিউটার সব ডিভাইস দিয়েই সফটওয়্যারটি চালাতে পারবেন, ফলে আপনার বিল কালেক্টর কর্মচারিরা বিল কালেকশনের সময় মোবাইল থেকেই এন্ট্রি দিতে পারবেন এবং আপনি দূরে থাকলে মোবাইল থেকেই বিজনেস স্ট্যাটাস চেক করতে পারবেন

লাভ/ক্ষতি হিসাব

আপনার বিজনেসের যতগুলো ব্যয়ের খাত আছে যেমন: কর্মচারির বেতন, ভাড়া, পার্টস ক্রয়, বিল পেমেন্ট ইত্যাদি। আবার ইনকামের সোর্স যেমন: বিল কালেকশন, কানেকশন চার্জ, ফিডার কালেকশন, পার্টস বিক্রয়, সার্ভিস চার্জ ইত্যাদি যোগ বিয়োগ করে সফটওয়্যার আপনাকে লাভ/ক্ষতির হিসাব দেখিয়ে দেবে মাত্র এক ক্লিকেই

কাস্টমার আপলোড

বিডিস্যাটে কাস্টমার আপলোডের ব্যবস্থা এতো সহজ যে আপনি দেড় থেকে দুই হাজার কাস্টমার আপলোড করে ফেলতে পারবেন মাত্র কয়েক ঘন্টায়

কাস্টমার ডাটাবেজ

কাস্টমারের সকল তথ্য, এরিয়া এবং ঠিকানার নোট রাখতে পারবেন যাতে সহজে চেনা যায়। ডিসকানেক্টকৃত কাস্টমার তালিকা সহজে দেখতে পারবেন

ডিস এবং আইএসপি একই সফটওয়্যারে

ডিস এবং আইএসপি এর জন্য আলাদা আলাদা সফটওয়্যার ব্যবহার করার প্রয়োজন নেই। একটি সফটওয়্যার থেকেই আপনি দুই ব্যবসার হিসাবই রাখতে পারবেন এবং একটা কাস্টমারকে দুই কানেকশনের জন্য দুই বার এ্যাড করতে হবে না, এক বার এ্যাড করলেই চলবে

প্যাকেজ

ইন্টারনেট লাইনের জন্য অনেকগুলো প্যাকেজ থাকতে পারে। সকল প্যাকেজই বিলের পরিমান সহ ম্যানেজ করার ব্যবস্থা আছে। এছাড়া ক্যাবল টিভির মাসিক ডিফল্ট চার্জ সেটিং এ বসিয়ে দিতে পারবেন। প্রতি কাস্টমারের প্রোফাইলে বারবার লিখতে হবে না

এরিয়া

আপনার কাস্টমাররা কয়েকটা এরিয়ায় বিভক্ত হতে পারে। আপনি কাস্টমারদের এরিয়া অনুযায়ী রাখতে পারবেন। যখন বিল কালেকশনের জন্য কর্মচারী যাবে তখন শুধুমাত্র ওই এরিয়াতে কোন কোন কাস্টমারের বিল বাকী আছে সে রিপোর্ট জেনারেট করে নিতে পারবেন

বিলিং

কাস্টমারের বিল কালেকশন, ডিউ রাখা, এ্যাডভান্স, ডিসকাউন্ট দেয়া সহ সকল সুবিধাদি আছে। এমনকি বিল কালেকশনের সময় কাস্টমার সিলেক্ট করা মাত্র তার পূর্ববর্তী বিল বাকী আছে কি না তা দেখতে পারবেন। এছাড়া আছে এসএমএস বা ইমেইলে এ ইনভয়েস পাঠানোর সুবিধা

ডেইলি কালেকশন রিপোর্ট

সারা দিনে কত টাকা মোট কালেকশন হয়েছে, কোন কর্মচারি কত টাকা কালেক্ট করেছে, দিন শেষে তা হিসাব মিলিয়ে নেবার ব্যবস্থা আছে

ডিউ রিপোর্ট

মাত্র কয়েক ক্লিকেই আপনি পেয়ে যাবেন সকল কাস্টমারের ডিউ এর হিসাব। সেখানে এরিয়া অনুসারেও ফিল্টার করা যাবে

কর্মচারি ব্যবস্থাপনা

আপনার সকল কর্মচারি, তাদের বেতন, সে লগইন করতে পারনে কি না, লগইন করতে পারলে কোথায় কোথায় কতটুকু এ্যাকসেস করতে পারবে সব কিছুই আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন

কর্মচারি বেতন, অগ্রিম বেতন

কর্মচারিদের বেতনের হিসাব, তাদের অগ্রিম বেতনের হিসাব এবং বেতন দেবার সময় তার অগ্রিম নেয়া বেতন বাদ দিয়ে কত টাকা পাওনা আছে চেক করতে পারবেন

ডিভাইস ক্রয়

নতুন লাইন, লাইন মেরামত করা এসবের প্রয়োজনে পার্টস এবং ডিভাইস আপনার ক্রয় করার দরকার হতে পারে। সকল প্রকার ক্রয়ের হিসাব আপনি রাখতে পারবেন

স্টক আউট

নতুন কানেকশনের জন্য অথবা কানেকশন ক্রটি মেরামত করার জন্য পার্টস বা ডিভাইস দরকার হতে পারে। তখন কোন পার্টস বা ডিভাইস আপনার স্টোর থেকে বের হবে এবং তা কারণসহ হিসাব সংরক্ষণ করতে পারবেন

স্টক

ক্রয় এবং স্টক আউট শেষে আপনার স্টোরে বর্তমানে কি কি পার্টস এবং ডিভাইস কি পরিমান আছে তা জানতে পারবেন

ব্যয়

আপনার অনেকগুলো ব্যয়ের খাত থাকতে পারে যেমন: ভাড়া, বিল পেমেন্ট, এন্টারটেইনমেন্ট খরচ, বিদ্যুৎ বিল ইত্যাদি সব হিসাব আপনি তারিখ ও খাত অনুযায়ী রাখতে পারবেন

এসএমএস এবং ইমেইল

সফটওয়্যারটির মাধ্যমে আপনি আপনার কাস্টমারদের এসএমএস এবং ইমেইল পাঠাতে পারবেন খুব সহজেই। বিল পেমেন্টের জন্য, ডিউ নোটিফিকেশন, ইনভয়েস অথবা কোন অকেশনে শুভেচ্ছা স্বরূপ এসএমএস এবং ইমেইল পাঠানোর ব্যবস্থা আছে

অনলাইন পেমেন্ট

কাস্টমারগন বিকাশ এ্যাকাউন্ট থেকে তার ইনভয়েসগুলো পেমেন্ট করতে পারবেন। ফলে কাস্টমারের দরজায় দরজায় গিয়ে বিল কালেকশনের জন্য আলাদা কর্মচারি রাখতে হবে না

Mikrotik ইন্টিগ্রেশন

(comming soon)

কাস্টমার সাপোর্ট

কাস্টমার সাপোর্ট খুব গুরুত্বপূর্ণ কিন্তু অনেকগুলো সাপোর্ট রিকোয়েষ্ট এলে ভুলে যাবার সম্ভাবনা থাকে। বিডিস্যাটে সাপোর্ট রিকোয়েষ্ট আসামাত্র কোন কর্মচারিকে সেটা এ্যাসাইন করে দিতে পারবেন, কার্মচারির কাছে এসএমএস যাবে, কাস্টমারগন অনলাইনে সাপোর্ট রিকোয়েষ্ট করতে পারবেন, এবং কোন কর্মচারি সাপোর্টে গাফিলতি করছে কি না তা-ও আপনি মনিটর করতে পারবেন

ব্যাংক হিসাব

আপনার এক বা একাধিক ব্যাংক এ্যাকাউন্ট থাকলে কোন ব্যাংকে কত টাকা জমা করলেন বা উত্তোলন করলেন সে হিসাব রাখতে পারবেন এবং বর্তমানে কোন ব্যাংকে কত টাকা ব্যালান্স আছে তা জানতে পারবেন। তবে এটি আপনার লাভ/ক্ষতির হিসেবে আসবে না

ফিডার হিসাব

আপনার যদি ফিডার থাকে তাহলে সকল ফিচার ম্যানেজ করা। তাদের কাছ থেকে পেমেন্টের হিসার রাখা। ফিডার কালেকশন রিপোর্টের ব্যবস্থা আছে। লাভ/ক্ষতি হিসাবেও ফিডারদের কাছ থেকে কালেক্টকৃত বিল যোগ হবে

ডাটা প্রটেকশন এবং ব্যাকআপ

আপনার ডাটা আমাদের কাছে অনেক মূল্যবান। আমরা OWASP এর সকল সিকিউরিটি স্ট্যান্ডার্ড মেইনটেইন করেছি, যত ধরনের সিকিউরিটি প্র্যাকটিস আছে আমরা মেইনটেইন করেছি, আমাদের Comodo SSL সার্ভার এবং ডেইলি ব্যাকআপ ব্যবস্থা রয়েছে। সুতরাং আপনি আপনার ডাটার নিরাপত্তার ব্যাপারে পুরোপুরি নিশ্চিন্ত থাকতে পারেন

নিয়মিত আপডেট

নতুন ফিচার/সুবিধা যোগ করার জন্য, কোন ফিচার ইমপ্রুভ করার জন্য এবং সিকিউরিটি উন্নত করার জন্য bdSat এর আপডেট সিডিউল প্রতি পনের দিন পর পর। ক্লায়েন্টের যে কোন মতামত আমাদের কাছে অনেক গুরুত্ত্বপূর্ণ। ক্লায়েন্টের মতামত শুনে এবং সে অনুযায়ী সফটওয়্যার আপডেট করার ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ যাতে আমাদের ক্লায়েন্টের সর্বোচ্চ পরিমান সুবিধা নিশ্চিত হয়

সচরাচর জিজ্ঞাসা


প্রশ্ন: বাজারে তো আরো অনেক বিলিং সফটওয়্যার আছে, বিডিস্যাট কেন নেব?

উত্তর: বাজারের প্রায় সকল সফটওয়্যারই শুধু বিলিং ফ্যাসিলিটি প্রদান করে থাকে। কিন্তু আইএসপি বা ক্যাবল টিভি বিজনেসে আরো অনেক হিসাব থাকে যেমন কর্মচারিদের বেতন, ভাড়া সহ অন্যান্য খরচ, ডিভাইস/পার্টস ক্রয়ের হিসাব, ডিভাইস/পার্টসের স্টক, লাভ/ক্ষতি হিসাব, কাস্টমার সাপোর্ট সহ অনেক কিছুই দরকার হয়। যে সুবিধাগুলো শুধুমাত্র bdSat ই দিচ্ছে এবং অনেক কম মূল্যে।

প্রশ্ন: আপনারা কি সাপোর্ট দেন?

উত্তর: যেহেতু আপনি মাসিক চার্জ দিচ্ছেন সুতরাং আপনার যে কোন সমস্যায় সর্বোচ্চ দ্রুততম সময়ে সমাধান প্রদান করার ব্যাপারে আমরা সদা তৎপর।

প্রশ্ন: সাপোর্ট ফি কত টাকা?

উত্তর: আমাদের কোন সাপোর্ট ফি নেই। ক্লায়েন্টের যে কোন সমস্যায় আমরা বিনামূল্যে সাপোর্ট প্রদান করে থাকি।

প্রশ্ন: আমাকে কি সফটওয়্যারটি ইন্সটল করতে হবে?

উত্তর: ইন্সটল করার কোন প্রয়োজন নেই, সফটওয়্যারটি অনলাইন সুতরাং সফটওয়্যারে শুধুমাত্র একটি এ্যাকাউন্ট তৈরী করতে হবে।

প্রশ্ন: সফটওয়্যারটিতে ডাটার কি নিরাপত্তা আছে?

উত্তর: ক্লায়েন্টের ডাটা আমাদের কাছে খুবই মূল্যবান। তাই বিভিন্ন লেভেলে আমরা ক্লায়েন্টের ডাটার সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে থাকি। যেমন:
সফটওয়্যার ও আপনার ডাটা নিরাপত্তা: আমাদের সফটওয়্যারটিতে OWASP এর সকল সিকিউরিটি স্ট্যান্ডার্ড মেইনটেইন করা হয়েছে যাতে সিষ্টেম হ্যাক না হতে পারে এবং প্রতিটি ক্ষেত্রেই নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে যেন একজনের ডাটা আরেকজন এ্যাকসেস করতে না পারে।
ডাটা স্টোরেজ: সফটওয়্যারটি অনলাইন হবার কারণে আপনার ডাটাগুলো একটি সিকিউরড সেন্ট্রাল সার্ভারে জমা হয়। যার কারণে আপনার ডাটা সংরক্ষণজনিত কোন ভয় নেই। আপনার মোবাইল/ট্যাব বা কম্পিউটার কোন দূর্ঘটনাবশত নষ্ট বা চুরি হয়ে গেলেও আপনার ডাটা হারাবে না, আমাদের সেন্ট্রাল সার্ভারে থেকে যাবে। আপনি নতুন ডিভাইস থেকে লগ-ইন করা মাত্রই আপনার পূর্বের সমস্ত ডাটাই আপনি পেয়ে যাবেন।
ডাটা ব্যাকআপ: আমাদের ডেইলি ব্যাকআপ ব্যবস্থা আছে। ফলে কোন প্রকার দূর্ঘটনা নিয়ে দুশ্চিন্তার অবকাশ নেই। যে কোন দূর্ঘটনায় আমরা সাথে সাথে ডাটা ফেরত পেতে পারি।

তাহলে আর দেরি কেন!


বিডিস্যাট সফটওয়্যারটি ব্যবহার করতে চাচ্ছেন?

যোগাযোগ করুন

01812391633

Contact Us

Our passion is to develop unique and user friendly web based application that meets the public demand efficiently.

We believe quality is the only thing that can lead us way to the success.

  Location

  House No: 5, Road No: 4, Nikunja 2, Khilkhet, Dhaka.

  +88-09639-391633

  info@doorsoft.co

  Business Hours

  Saturday - Thursday - 10am to 6pm

  Note: All Commercial Holidays are Applicable

  Follow Us