রেগুলার সাপোর্ট এর জন্য আপনাকে কোন ফি প্রদান করতে হবে না, কোন ইমপ্রুভমেন্ট, নতুন ফিচার বা বাগ রিপোর্ট আমরা ক্লায়েন্টদের কাছ থেকে গ্রহন করে আমাদের ডেভেলপমেন্ট কিউ(Queue) তে রাখি এবং সে অনুযায়ী সফটওয়্যারের আপডেট রিলিজ করলে ক্লায়েন্ট আপডেট নিতে পারবে।
প্রাইওরিটি সাপোর্ট নির্ভর করবে আপনার সাপোর্ট ফ্রিকোয়েন্সির উপর। আপনি সিস্টেমটি চালু করার পর যে পরিমান সাপোর্ট আপনাকে দিতে হবে সেটার উপর নির্ভর করে আলোচনা সাপেক্ষে সাপোর্ট খরচ নির্ধারন করা হবে।