ফ্রেমওয়ার্কে তৈরী, সম্পূর্ণ রেডি সিস্টেম, নিজের ডোমেইনে ইন্সটল, সোর্স কোড নিজের নিয়ন্ত্রনে, যে কোন ফিচার কাস্টমাইজ যোগ্য, বাংলা এবং ইংরেজী, ইজি মাইগ্রেশন, অর্ডার ব্যবস্থাপনা, কাস্টমার অর্ডার এবং কাস্টমার প্যানেল, ব্যাকএন্ড অর্ডার/POS, ডেলিভারি ম্যানেজমেন্ট, ডেলিভারি চার্জ সেটিং, ডেলিভারি টাইম স্লট সেটিং, কাস্টমারদের বাঁকী হিসাব, বাজার লিস্ট আপলোড, ডেইলি প্রাইস আপডেট, পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন, লাইভ চ্যাট ইন্টিগ্রেশন, ডিসকাউন্ট, কুপন, প্রডাক্ট বান্ডল, অফার পণ্য, OTP লগইন, প্রডাক্ট রিকুয়েস্ট/উইশ লিস্ট, রেফারেল, এসএমএস এবং ইমেইল ইন্টিগ্রেশন এবং নোটিফিকেশন, ইউজার এ্যাকসেস কন্ট্রোল, বেতন ব্যবস্থাপনা, ব্যয় হিসাব, স্টক এবং স্টক এ্যালার্ট, ক্রয় ব্যবস্থাপনা, কর্মচারি হাজিরা, সাপ্লাইয়ারের বাঁকী হিসাব, ড্যামেজ হিসাব
ফ্রেমওয়ার্কে তৈরী
নিজের ডোমেইনে ইন্সটল
সোর্স কোড নিজের নিয়ন্ত্রণে
যে কোন ফিচার কাস্টমাইজ যোগ্য
বাংলা এবং ইংরেজী ভাষা
ইজি মাইগ্রেশন
অর্ডার ব্যবস্থাপনা
কাস্টমার অর্ডার এবং কাস্টমার প্যানেল
ব্যাকএন্ড অর্ডার/POS
ডেলিভারি ম্যানেজমেন্ট
ডেলিভারি চার্জ সেটিং
ডেলিভারি টাইম স্লট সেটিং
কাস্টমারদের বাঁকী হিসাব
বাজার লিস্ট আপলোড
ডেইলি প্রাইস আপডেট
পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন
লাইভ চ্যাট ইন্টিগ্রেশন
ডিসকাউন্ট ও কুপন
ড্যামেজ হিসাব
প্রোডাক্ট বান্ডল
পণ্যের অফার
OTP লগইন
প্রোডাক্ট রিকোয়েস্ট/উইশ লিস্ট
রেফারেল
SMS এবং ইমেইল ইন্টিগ্রেশন এবং নোটিফিকেশন
ইউজার এ্যাকসেস কন্ট্রোল
স্যালারি মেইনটেইন
ব্যয় হিসাব
স্টক এবং স্টক এ্যালার্ট
ক্রয় ব্যবস্থাপনা
কর্মচারী হাজিরা
সাপ্লাইয়ারের বাঁকী হিসাব
একটি ই-কমার্স সাইট তৈরী করতে যা যা ফিচার প্রয়োজন সব ফিচার পাবেন এক সাথে। এর জন্য আলাদা কোন প্লাগইন ইন্সটল করতে হবে না। আবার এ্যাপ তৈরী করার জন্য আলাদা কোন ডেভেলপার হায়ার করতে হবে না।
পুরোপুরি মোবাইল রেসপনসিভ এবং মডার্ন ইউজার ইন্টারফেস ডিজাইন। এছাড়া কাস্টমার বাংলা, ইংলিশ বা বাংলিশ যে কোন নাম লিখে পণ্য সার্চ করতে পারবে, আমাদের প্রোডাক্ট কনফিগারেশন সেভাবেই করা আছে।
সিস্টেমটি ডেভেলপ করার সময় এমন কিছু ট্রিকস এবং টেকনোলজি ব্যবহার করা হয়েছে যাতে সাইট হয় সুপার ফাস্ট এমনকি হাজারের উপর প্রোডাক্ট হলেও যেন সাইট স্লো না হয় এবং কাস্টমারকে অপেক্ষা করতে না হয়। তাছাড়া প্রোডাক্ট অনেক হলে সব প্রোডাক্ট একসাথে লোড না হয়ে ইউজার যখন মাউস স্ক্রল করে নিচে নামবে তখন লোড হতে থাকবে ফেসবুকের মত। যাতে সিস্টেমের উপর চাপ না পড়ে আবার ইউজারকেও বিরক্ত হতে না হয়।
সিস্টেমটি SEO ফ্রেন্ডলি ওয়েতে তৈরী করা। অন-পেজ SEO এর ডাটাগুলো আপনি নিজেই ফর্মের মাধ্যমে দিয়ে দিতে পারবেন। সাইটের Meta Author, Title, Meta Description, Keywords, Site Name, Meta Image সবগুলোই ফর্মের মাধ্যমে দেবার ব্যবস্থা আছে যাতে সার্চ ইঞ্জিনে সহজেই এনলিস্টেড হয়। আবার যদিও পুরো সাইট কাজ করে Ajax এর থ্রোতে কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরি, সাব ক্যাটাগরি এবং প্রোডাক্টর আলাদা URL আছে যাতে কোথাও শেয়ার দেয়া যায় এবং সার্চ ইঞ্জিনও চিনে নিতে পারে।
এছাড়াও আছে প্রোডাক্ট ফিল্টারের সুবিধা। কাস্টমার চাইলে প্রোডাক্টের কালার, সাইজ বা প্রাইস রেঞ্জ অনুযায়ী ডিটেইল সার্চ করতে পারবে।
কোন পণ্য কার্টে যোগ করা এবং অর্ডার প্লেস করা খুবই সহজ। তাছাড়া অর্ডার শেষ হলে কাস্টমারকে একটি ট্র্যাকিং নাম্বার দেয়া হয় যাতে সে পরবর্তীতে অর্ডার ট্র্যাকিং করতে পারে।
অর্ডার নোটিফিকেশন(ইমেইল এর মাধ্যমে), অর্ডার নোটিফিকেশন (SMS এর মাধ্যমে), ইনভয়েস প্রিন্ট করা, অর্ডার স্ট্যাটাস পরিবর্তন করা, ডেলিভারি পার্টনার এ্যাসাইন করা, ডেলিভারি স্ট্যাটাস দেখা সহ সকল সুবিধা। এছাড়া আছে প্যাকিং স্লিপ তৈরী করার সুবিধা এবং কাস্টমার ফোন করে কোন অর্ডারে কোন চেঞ্জ করতে বললে এ্যাডমিন ব্যাকএন্ড থেকে সেই অর্ডার এডিট করতে পারবেন।
প্রোডাক্ট কম্পেয়ার ফিচারের মাধ্যমে কাস্টমার কয়েকটা প্রোডাক্ট কম্পেয়ার লিস্ট যোগ করে পরে একটা সহজ কম্পেয়ার ভিউ দেখতে পারবে।
উইশলিস্টের মাধ্যমে কাস্টমার কোন প্রোডাক্ট পরবর্তী কনসিডারেশনের জন্য রেখে দিতে পারবে যেন পরে রিভিউ করা যায়।
এ্যাডমিন ব্যাকএন্ড থেকে একটা প্রোডাক্টের সাথে রিলেটেড প্রোডাক্টগুলো সেট করে দেয়ার ব্যবস্থা আছে যাতে কাস্টমার যখন কোন প্রোডাক্ট ভিউ করে সেই প্রোডাক্টগুলোও দেখতে পায়। এর মাধ্যমে অধিক প্রোডাক্ট বিক্রি সম্ভাবনা বাড়ে।
কাস্টমাররা কোন প্রোডাক্ট কেনার পর সেটাতে রিভিউ এবং রেটিং দিতে পারবে এবং সকল কাস্টমারের রিভিউ এবং রেটিং প্রোডাক্ট ডিটেইলে দেখা যাবে। সেই সাথে এ্যাডমিন যদি চায় তাহলে কোন রিভিউকে ব্যাকএন্ড থেকে মুছেও ফেলতে পারবে।
অনেক কাস্টমারই আছে যারা বিস্তারিত তথ্য দিয়ে সাইনআপ করতে চায় না প্রথমে। সেক্ষেত্রে তারা সহজেই OTP এর মাধ্যমে লগইন করতে পারবে। পরবর্তীতে অর্ডার প্লেস করার সময় অন্যান্য তথ্য ফিলআপ করে অর্ডার প্লেস করতে পারবে।
এখানে MIMSMS এবং MobiShastra Bangladesh ইন্টিগ্রেট করা আছে। আপনি যে কোনটি এ্যানাবল করে ব্যবহার করতে পারবেন। সিস্টেমে যত এসএমএস নোটিফিকেশন আছে সেগুলো আপনার সিলেক্ট করা এসএমএস গেটওয়ে থেকে চলে যাবে। এবং SMTP ইমেইল ইন্টিগ্রেট করা আছে। সিস্টেমের সব নোটিফিকেশন ইমেইলের মাধ্যমেও চলে যাবে।
অনেক পাওয়ারফুল কুপন ম্যানেজমেন্ট রয়েছে যার মাধ্যমে আপনি ফিক্সড ডিসকাউন্টের কুপন, পার্সেন্টেজ ডিসকাউন্টের জন্য কুপন, কুপনের ইউজ টাইম লিমিট মানে কত বার ব্যবহার করা যাবে সব কিছু ম্যানেজ করতে পারবেন। তাছাড়া কোন কুপনের বিপরীতে ফ্রি প্রোডাক্টও এ্যাসাইন করা যায় যাতে কাস্টমার ওই কুপন ব্যবহার করলে ফ্রি প্রোডাক্ট পাবে। সবগুলো ক্ষেত্রেই কুপনটি কতদিন কার্যকর থাকবে তা নির্ধারন করে দেয়া যায়। এছাড়া কোন কুপন এ্যাভেইল করার জন্য নির্দিষ্ট পরিমান টাকার পণ্য কিনতে হবে এরকম কন্ডিশন সেট করে দিতে চাইলে তাও পারবেন।
আছে সেল রিটার্ন ফিচার যার মাধ্যমে কোন অর্ডার কাস্টমার ক্যানসেল বা রিটার্ন করলে সেটা এন্ট্রি দেয়া যাবে, সেই স্টক এবং একাউন্ট অটো ব্যালেন্স হয়ে যাবে।
সাইটে ব্লগ পোষ্টের ব্যবস্থাও আছে। বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত ব্লগ পোষ্ট করার মাধ্যমে ফলোয়ার কাস্টমারদের কাছে বিভিন্ন বিষয় তুলে ধরা যায় যেমন: কিভাবে সাইট ওনার প্রোডাক্টের কোয়ালিটি মেইনটেইন করেন, কেন সাইটের প্রোডাক্টঅন্যদের থেকে ভাল ইত্যাদি বা কোন এ্যানাউন্সমেন্টও দেয়া যেতে পারে। তাতে কাস্টমারদের আস্থা যেমন তৈরী করা যায়, ভিজিটর বাড়ানো যায় আবার কনটেন্ট বৃদ্ধির মাধ্যমে সার্চ ইঞ্জিনে রিপুটেশন বাড়ে।
আনলিমিটেড প্রোডাক্ট ভেরিয়েশন তৈরী করার ব্যবস্থা আছে। যেমন: ফ্যাশনের ক্ষেত্রে সাইজ, কালার, ফেব্রিক বা ফুড প্যাকেটের ক্ষেত্রে ওজন ইত্যাদি। এছাড়াও আছে ভেরিয়েশন অনুযায়ী আলাদা ইমেজ সেট করার ব্যবস্থা, ভেরিয়েশন অনুসারে ষ্টক চেক করা, কাষ্টমার অর্ডার করার সময় যে ভেরিয়েশন সিলেক্ট করেছে সেটার স্টক যদি না থাকে তাহলে এ্যালার্ট দেয়া ইত্যাদি।
আপনার অনেক প্রোডাক্ট হলেও প্রোডাক্ট আপলোড নিয়ে চিন্তা করতে হবে না। কারণ আমাদের আছে ইনোভেটিভ ডাটা আপলোড ব্যবস্থা যার মাধ্যমে এক্সেল ফাইল এবং ইমেজ আপলোডের মাধ্যমে আপনি অনেক প্রোডাক্ট একসাথে আপলোড করে ফেলতে পারবেন।
একাধিক ডেলিভারি কোম্পানির মাধ্যমে আপনি ডেলিভারি পাঠাতে পারেন বিভিন্ন লোকেশনে। সেক্ষেত্রে আপনি সবগুলো ডেলিভারি পার্টনারকেই সিস্টেমে এ্যাড করে নিতে পারেন। পরবর্তীতে অর্ডারের লোকেশন বা অন্য কিছুর ভিত্তিতে কোন অর্ডারকে ডেলিভারি পার্টনারে এ্যাসাইন করে দিতে পারেন এবং পরবর্তীতে চেক করতে পারেন যে কোন অর্ডারটি কোন পার্টনারের কাছে আছে।
প্রোডাক্ট বান্ডল ফ্যাসিলিটি এর অর্থ হল কয়েকটি প্রোডাক্ট মিলে একটি প্রোডাক্ট তৈরী করা। যেমন: ২ টি সাবান, ১ টি শ্যাম্পু এবং ১ টি ফেসওয়াশ দিয়ে একটি বান্ডল তৈরী করতে পারবেন। ফ্রন্ট এন্ডে সেটি একটি বান্ডল হিসেবে প্রদর্শিত হবে। কাস্টমার সেটি অর্ডার করলে ২ টি সাবান, ১ টি শ্যাম্পু এবং ১ টি ফেসওয়াশ স্টক থেকে কমে যাবে।
কাস্টমার কোন প্রোডাক্টের জন্য রিকোয়েস্ট করতে চাইলে তার প্যানেল থেকে এ্যাডমিনকে রিকোয়েস্ট করতে পারবে। পরে এ্যাডমিন লগইন করে দেখতে পারবে কোন কাস্টমার কি কি প্রোডাক্ট রিকোয়েস্ট করেছে এবং সে অনুযায়ী প্রোডাক্ট সোর্সিং এর জন্য ব্যবস্থা গ্রহন করতে পারবেন।
প্রোডাক্ট রিভিউ এর মত কাস্টমাররা সাইটেও রিভিউ দিতে পারবে। এবং এক্ষেত্রেও এ্যাডমিন যদি চায় তাহলে কোন রিভিউকে ব্যাকএন্ড থেকে মুছেও ফেলতে পারবে।
এ্যাডমিন যত খুশি তত জন ইউজার সিস্টেমে এ্যাড করতে পারবেন। তাছাড়া এ্যাকসেস কন্ট্রোল ফিচারের মাধ্যেমে কোন ইউজার কতটুকু জায়গায় এ্যাকসেস পাবে তা নিয়ন্ত্রন করতে পারবেন। কোন ইউজারকে ডিজাবলও করে দেয়া যাবে।
অন-সাইট কাস্টমার বা ফিজিক্যাল স্টোর হতে সেল হলে অনেক কাস্টমারের বাঁকী থাকতে পারে। সেসব কাস্টমারদের ডিটেইল সংরক্ষণ করা, কাস্টমারদের বাঁকীর হিসাব, কাস্টমার লেজার, সকল ডিউ কাস্টমারের লিস্ট ইত্যাদি সকল সুবিধা রয়েছে।
কোন কাস্টমার প্রোডাক্ট ধরে ধরে অর্ডার করার চেয়ে যদি বাজার লিস্টটা ছবি তুলে আপলোড করতে চায় সেটাও করতে পারবেন। এ্যাডমিন তখন ব্যাকএন্ড থেকে অর্ডারটির ছবি দেখে অর্ডার প্লেস করে দিতে পারবেন।
বেশিরভাগ গ্রোসারি পণ্যের দামই খুব বেশি ওঠানামা করে যেটা প্রতিটি পণ্যের এডিট এ গিয়ে প্রাইস আপডেট করা খুব কষ্টকর। যার কারণে ডেইলি প্রাইস আপডেট এর একটি ফিচার রয়েছে যার মাধ্যমে একটি ফর্মের মাধ্যমেই সকল প্রোডাক্টের প্রাইস দেখে দেখে বর্তমান দিনের দাম সেট করে দেয়া যাবে।
ব্যবসার সকল ক্রয়ের হিসাব সাপ্লাইয়ের তথ্য এবং বাঁকী হিসাব সহ রাখার সুবিধা রয়েছে।
কোন পণ্য কোন কারণে নষ্ট হলে নষ্টের কারণ সহ সে হিসাব রাখার ব্যবস্থা আছে এবং সে নষ্ট বাবদ ক্ষতির পরিমাণ অটো হিসাব হয়ে প্রদর্শন করবে।
হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট করার জন্য অনেকগুলো সুবিধা রয়েছে। যাতে কর্মচারীদের ডিপার্টমেন্ট অনুযায়ী ভাগ করে রাখা যায়। তাদের হাজিরা ম্যানেজ করা যায়, স্যালারি/পেরোল ব্যবস্থা এবং কর্মচারীদের কমিশনের ব্যবস্থাও আছে।
কর্মচারীর বেতন সেট করা, নির্দিষ্ট মাসের জন্য বেতন জেনারেট করা, কারো বেতন কর্তন করা হলে এবং বোনাস বা ওভার ডিউটির কারণে বর্ধিত বেতন পেলে সেটা সহ বেতন জেনারেট করা, স্যালারি শীট প্রিন্ট করা, স্যালারি শীট এডিট করা, পূর্ববর্তীতে জেনারেট করা সব বেতনের হিস্টোরি দেখা।
কর্মচারীদের দৈনিক হাজিরার রেকর্ড রাখার ব্যবস্থা আছে। যাতে মাস শেষে কে কত টুকু দেরি করল বা এ্যাবসেন্টের কারণে বেতন কর্তন করা বা পারফরমেন্স বোনাস দেবার মত সিদ্ধান্ত নিতে পারবেন।
ব্যবসায় ব্যবহৃত সব ধরনের একাউন্ট ম্যানেজমেন্ট করা, সকল একাউন্টের ব্যালেন্স, ট্রায়াল ব্যালেন্স রিপোর্ট, ব্যালেন্স শিট রিপোর্ট ইত্যাদি।
বিজনেস স্ট্র্যাটেজি সেট করা, মার্কেটিং করা, ফেসবুকে বিজ্ঞাপন দেয়া, সাইট সেটিং করা, প্রোডাক্ট ডেলিভারি ওয়ার্ক ফ্লো তৈরী করা প্রভৃতি বিষয়ে আমাদের সাপোর্ট টীম সহায়তা প্রদান করবে।